Monday, February 12, 2018

bangla Prem valobashar sms2018 - রোমান্টিক ভালোবাসার এসএমএস ২০১৮

বাংলা ভালোবাসার এস এম এস ২০১৮ 


মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড় । আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম । আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?


তুমি কি জানো পাখি কেন ডাকে ? “তোমার ঘুম ভাঙ্গাবে বলে । তুমি কি জানো ফুল কেন ফোটে ? “তুমি দেখবে বলে । তুমি কি জানো আকাশ কেন কাঁদে ? “তোমার মন খারাপ বলে । তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন ? “তুমি খুব ভাল বলে । তুমি কি জানো তুমি এতো ভালো কেন ? “তুমি আমার “বন্দু” বলে ।

প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হল ভালো লাগা । আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার ।

প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান ,দুটি পাখির একটি নীড় , একটি নদীর দুটি তির , দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা ।

খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।

মানুষ মানুষের জন্য, পাখি আকাশের জন্য,
সবুজ প্রকৃতির জন্য, পাহাড় ঝর্ণার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য !!!

তোমার জন্য রইলো আমার স্বপ্নে ভেজা ঘুম,
একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম,
তোমার জন্য রইলো আমার দুষ্ট চোখের ভাষা ,
মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা,

যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে,
দুষ্ট এই মন চায় আরো বেশি পেতে,
কি জানি তোমার মধ্যে কি আছে ,
এই মন চায় তোমাকে আরো বেশি কাছে পেতে.

স্বপ্নে তুমি আসো কেন দেখা দাও না ?
তোমায় আমি ভালোবাসি তুমি কেন বুঝ না ?
একবার বলোনা তোমায় আমি ভালোবাসি,
তাহলে স্বর্গের সুখ এনে দিতে রাজি আছি .


কিছু রাত স্বপ্নের,
কিছু স্মৃতি কষ্টের,
কিছু সময় আবেগের,
কিছু কথা হৃদয়ের,
কিছু মানুষ মনের,
কিছু ভালোবাসা চিরদিনের !
তুমি যদি ৮০ বছর বাঁচো , তবে ৭২০ টা পূর্ণিমা পাবে, ১৬০ টা ঈদ পাবে,
৮০ টা বার্ডডে পাবে, ২/৩ টা সূর্য গ্রহণ ও পেতে পারো ! তবে আমার মতো লাভার
একটাই পাবে !
প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান,
দুটি পাখির একটি নীড়, একটি নদীর দুটি তীর,
দুইটি মনের একটি আশা, তার নাম ভালোবাসা .
তুমি জল ছুঁইও না , আমি তোমায় বৃষ্টি দেবো,
তুমি ফুল নিও না , আমি তোমায় বাগান দেবো.
তুমি তারা খুঁজো না, আমি তোমায় চাঁদ দেবো,
তুমি বিষন্ন থেকো না , আমি তোমায় আদর দেবো,
তুমি বিরহে থেকো না, আমি তোমায় ভালোবাসা দেবো .

বাংলা ভালোবাসার কবিতা  ২০১৮ 


তোমার একটি কথা আমি পারবোনা রাখতে ,
তোমায় ছাড়া আমি পারবোনা থাকতে ।
তোমায় একটি কাজ আমি বলবো না করতে ,
তোমায় ছাড়া আমি পারবোনা বাঁচতে ।
তুমি আমায় কষ্ট দিবে যত ,
তোমায় আমি ভালোবাসবো তত ।
তুমি আমায় দূরে রাখবে যত ,
আমি তোমার কাছে আসবো তত ।
তুমি যখন বলো কষ্টে আছি ,
আমি তখন তোমার পাশেই থাকি ।
তুমি যখন বলো ব্যাস্ত আছি ,
আমি তখন তোমায় নিয়ে ভাবি ।
আমার উপর যতই হও বিরক্ত ,
আমি ততই হবো তোমার ভক্ত ।




কিছু সময় আসে হারিয়ে যাবার,
আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখার,
কখনো সময় আসে বুজে নেবার, বুজিয়ে দেবার,
কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার !

চাঁদকে বলে একটু আলো দিতে পারি তোমায়,
সেই আলোতে দেখে নিও পরান ভরে আমায়.
বাতাস হয়ে উড়িয়ে নেবো মেঘেরই উপরে ,
সন্ধ্যা হলে পৌঁছে দেব তোমার আপন ঘরে.

মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ,
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে,
বন্ধু তোমার পাশেই আছি হাজার কাজের ফাঁকে !

একটু একটু প্রেম আর একটু একটু সুখ,
তোমার ভালোবাসা পেয়ে ভরে গেছে আমার বুক,
অনেক সাধনার পরে পেয়েছি তোমায়,
তাই তোমাকে আর হারাতে চাইনা কোনো অবেলায়,
পিছনে ফিরে তাকাতে আর ভালো লাগে না,
মিলনের মধুর মুহূর্ত কেন কাছে আসে না !

তোমায় যদি না পাই এই জীবনের তরে,
এই জীবন যাবে মোর আঁধারে আঁধারে ,
আলো তুমি মোর নয়নের মাঝে .
অন্তরের মানুষ তুমি এই প্রেমের দুনিয়াতে,
আশা তুমি মোর জীবনের তরে,
ভালোবাসার ঘর বানাবো তোমার মনের মাঝে !


ফানি প্রেমের কবিতাঃ২০১৮ 

বন্ধুর কাছে চেয়ে একটি 
                মেয়ের নাম্বার পাই,
মাঝে মাঝে মিস কল দেই,
                 কিন্তু কোন সাড়া নাই ।
হটাত একদিন বিকেল বেলা,
                মেয়েটির মিস কল পাই ,
কল দেবো কি কল দেবো না
                 ভয়ে মরে যাই ।
সাহস করে যখন আমি 
               ডিরেক্ট কলটা দেই ,
রিসিভ করে আন্টি বলে,
               তোরকি মা-বোন নেই ?
এখন আমি কি যে করি
                     লজ্জায় মরে যাই ,
কান ধরেছি আর দেবনা কল
                     এবার ক্ষমা চাই ।



আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালোবাসা নিব, দাও তুমি কত ভালোবাসা দিবে আমায় । বিনিময়ে একটি হৃদয় তোমাকে দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়…..

জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।…

জানিনা তুমি কে ! আর কেনই বা ডাকি তোমাকে আমি , তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি, তুমিতো অদেখা সেই স্বপ্ন ,তুমি আমার কল্পনার রাজকুমারী ।


অল্প অল্প করে তুমি এ হৃদয়ে প্রেম জাগালে, তাইতো আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে, সারা জীবন তোমার সাথে করতে চাই বসবাস ।


ভালোবাসার বাংলা এসএমএস ২০১৮


ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,ভালোবাসি মেঘলা নদীর কুল, ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি । আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।

জানিনা কতটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই, তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে ।

কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়, দেখেছিলাম সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায়, আর পাগল হয়ে যাই আমি, কি নিষ্পাপ চাহনি তার, চোখের ভাষায় বলে দিতে চায়- আমিও ভালোবাসি তোমায়……


তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালোবেসো….. আমাকে নয়, অন্য কাউকে….. তবে তোমার মতো করে নয়, আমার মতো করে…… যাতে কোন চাওয়া থাকবে না, থাকবে না কোন প্রাপ্তি । থাকবে শুধুই প্রতিক্ষা আর ভালোবাসা…….

খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!! ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে!! হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে!! বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!

মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়””””গুন দেখে প্রেম করো, রুপ দেখে নয়””””রাতের বেলায় সপ্ন দেখো, দিনের বেলায় নয়”” “”একজনকে ভালোবাসো, দশ জনকে নয় “”

ভালবাসার মানুষ যতোই দূরে থাকুকনা কেনো, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে ।
ভালবাসা মানে আবেগের পাগলামি,,ভালবাসা মানে কিছুটা দুষ্টামি ।ভালবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,ভালবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।

ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি__ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে না ।

প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাঁচায় । সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাদায় ।

যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়!! কিন্তু যে ভালবাসা কোন কিছুর উপরই নির্ভর করেনা, সেটাই চির জীবনের জন্য থেকে যায়, এটাকেই হয়তো বলে “স্বার্থহীন ভালবাসা”

No comments:

Post a Comment